সারাদেশের মানুষের গড় মাথাপিছু আয়ের তুলনায় রাজধানী ঢাকায় বসবাসকারীদের আয় প্রায় দ্বিগুণ। যেখানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকায় বসবাসরত একজন ব্যক্তির গড় আয় ৫ হাজার ১৬৩ ডলার (প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা)।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির প্রকাশিত 'অর্থনৈতিক অবস্থার সূচক'-এ এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশই আসে ঢাকা থেকে। এছাড়া দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশের যোগান দেয় রাজধানী। দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি মানুষ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার শহরগুলোর মধ্যে সর্বোচ্চ।
ডিসিসিআই-এর সূচকে আরও উল্লেখ করা হয়, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ সম্পন্ন হয় ঢাকা থেকে। অর্থনীতিতে খাতের প্রভাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ৩৬৫টি প্রতিষ্ঠান দেশের মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে। একইভাবে, সেবা খাতের সিংহভাগ ২৮৯টি প্রতিষ্ঠানের দখলে এবং তৈরি পোশাক খাতের ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।
মন্তব্য করুন