দেশে ‘গ্রে হ্যান্ডসেট’ বা অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে, শুধুমাত্র বৈধভাবে আমদানি করা, অনুমোদিত এবং মানসম্মত মোবাইল ফোনগুলোই দেশের নেটওয়ার্কে সচল থাকবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এই ব্যবস্থা কার্যকর হলে কোনো ক্লোন আইএমইআই (IMEI) সমৃদ্ধ ফোনও নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।
বিদেশ থেকে আনা ফোনের জন্য নতুন নিয়ম:
যারা বিদেশ থেকে বৈধভাবে ফোন ক্রয় বা উপহার হিসেবে পেয়েছেন, তাদের ফোন নিবন্ধনের আওতায় আসতে হবে। বিটিআরসি জানিয়েছে, এসব হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল করা হবে। তবে, ফোনটি সচল হওয়ার পর একটি এসএমএসের মাধ্যমে গ্রাহককে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিল করে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে শুধুমাত্র বৈধ হ্যান্ডসেটগুলোকেই নেটওয়ার্কে স্থায়ীভাবে সচল রাখা হবে।
নিবন্ধন প্রক্রিয়া:
বিদেশ থেকে ক্রয় করা বা উপহার পাওয়া মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে গিয়ে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর দাখিল করতে হবে।
পরবর্তী ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি বা ছবি (যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করে ‘Submit’ করতে হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। যদি তথ্যে গরমিল পাওয়া যায় বা হ্যান্ডসেটটি অবৈধ বিবেচিত হয়, তবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে এবং ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা চাইলে এই প্রক্রিয়ার জন্য মোবাইল অপারেটরদের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সহায়তাও নিতে পারবেন।
নিবন্ধনের জন্য যেসব কাগজপত্র লাগবে:
বিদেশ থেকে কেনা ফোন: পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও ইমিগ্রেশন সিলযুক্ত পাতার ছবি এবং ক্রয় রশিদ। (একাধিক হ্যান্ডসেট হলে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র)।
উপহারপ্রাপ্ত ফোন: উপরের সবকিছুর পাশাপাশি ‘উপহারদাতার প্রত্যয়পত্র’।
এয়ারমেইলে প্রাপ্ত ফোন: প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, প্রাপকের জাতীয় পরিচয়পত্র, ক্রয় রশিদ এবং শুল্ক প্রদানের রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
ব্যাগেজ রুল অনুযায়ী কত ফোন আনা যাবে?
বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে আসার সময় তার পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি হ্যান্ডসেট বাদে, সর্বোচ্চ আরও ১টি নতুন মোবাইল হ্যান্ডসেট বিনা শুল্কে এবং অতিরিক্ত আরও ১টি হ্যান্ডসেট শুল্ক প্রদান সাপেক্ষে সঙ্গে আনতে পারবেন।
বিটিআরসি স্পষ্ট জানিয়েছে, নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ফোন দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে চালু রাখা যাবে না।
মন্তব্য করুন