ইসমাঈল আযহার
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

জানজান প্রদেশে আবান ১৩ (জাতীয় ‘গ্লোবাল অ্যারোগ্যান্সবিরোধী সংগ্রাম দিবস’ ও সাবেক মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী) উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলি শাসন এখন শক্তিশালী ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রও সেই ব্যর্থতার পথেই হেঁটেছে।’

সাইয়ারি সতর্ক করে বলেন, “যদি ইসরাইল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে।’

ইমাম খোমেনি (রহ.)–এর প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

‘গ্লোবাল অ্যারোগ্যান্স’ বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি (যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র) এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়ারি বলেন, “গত দুই বছরে মার্কিন সমর্থনে জায়নিস্ট শত্রু অঞ্চলজুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে।’

১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়নককে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়নিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল—তবু পরাজয় বরণ করতে হয়।’

প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে অঘোষিত ও উসকানিমূলক হামলা চালায়, যা ১২ দিনব্যাপী যুদ্ধে রূপ নেয়। এতে ইরানের অন্তত ১,০৬৪ জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন।

যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি—যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি—লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

২৪ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামিয়ে দিতে সক্ষম হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

1

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

2

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

3

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

4

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

5

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

6

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

7

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

8

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

9

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

10

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

11

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

12

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

13

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

14

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

15

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

16

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

17

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

18

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

19

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

20
সর্বশেষ সব খবর