মালয়েশিয়ার মেলাকাতে একটি বাসা থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টায় মেলাকার আলোর গাজাহ এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা-২ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। তারা সম্পর্কে ভাই বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেছেন।
প্রতিবেশী মুহাম্মদ জুহাইলি মোহদ জিন বলেন, ‘ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আমরা তাদের ঘরে ঝগড়ার শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ফিরে এসে দেখেন- একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং অপরজন শোবার ঘরে অচেতন।’
তিনি বলেন, ‘ওই দুই বাংলাদেশি নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন। দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।’
মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার জানান, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
সকালবেলা/এমএইচ