দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোট ছোট ভিডিও তৈরির কাজ অনেক দিন ধরে করলেও এখন তিনি বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ নানা প্রজেক্টেও যুক্ত হচ্ছেন।
তবে এই খ্যাতির মাঝেও
নিজের পরিবারের প্রতি অবস্থান নিয়ে সমস্যায় পড়েছেন রিপন মিয়া। তিনি তার মা-বাবাকে গরিব
হিসেবে পরিচয় দিতে চান না বলে জানা
গেছে। গতকাল মঙ্গলবার বেসরকারি টেলিভিশন ‘এটিএন নিউজ’র এক অনুসন্ধান
প্রতিবেদনে এই তথ্য প্রকাশ
পায়।
রিপনের মা জানান, জনপ্রিয়
হয়ে যাওয়ার পরে রিপন গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান। তিনি বলেন, ‘পুরনো ভাঙাচোড়া বাড়ি ছেড়ে আলাদা পাকা বসতি গড়েছেন স্ত্রী ও সন্তানদের নিয়ে।
তিনি ভরণপোষণও দেন না।’ এছাড়া রিপনের মা জানান, তার
বিয়ে পরিবারিকভাবে সম্পন্ন হয়েছে এবং তার এক ছেলে ও
এক মেয়ে রয়েছে।
সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে
রিপন মিয়ার ব্যাপক সমালোচনা হয়। তার অনেক ভক্তরাও তাকে কঠোর সমালোচনায় অংশ নেন।
এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রিপন তার মাকে জড়িয়ে কাঁদছেন। সেখানে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি এসব কেন করলা? আমার জীবনডা শেষ করলা!’ পরবর্তীতে রিপনকেও কান্নায় ভাসতে দেখা যায়।
মন্তব্য করুন