পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজা শাহ, অভিনয়ের পাশাপাশি খ্যাতি রয়েছে তার সৌন্দর্যের। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন ভিন্ন প্রসঙ্গে।
গুঞ্জন উঠেছে প্রায়ই নাকি গায়েব করে ফেলেন নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি। ইনস্টাগ্রামের সকল ছবি ডিলিট করে দেওয়ায় ফের আলোচনার তুঙ্গে তিনি।
প্রথমদিকে জীবনের কঠিন মুহুর্তের ছবি শেয়ার করতেন আলিজা। তবে পরে তিনি নিজেই বুঝতে পারেন, এটা নিছকই তার আবেগপ্রবণ ও অস্থিরতার বহিঃপ্রকাশ। এজন্য তিনি পুরোনো ছবিগুলো মুছে ফেলেছেন।
অভিনেত্রীর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলে এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি পরিষ্কার করেন আলিজা। জানান, বিষয়টি নিয়ে তিনি একই সঙ্গে ‘খুশি ও লজ্জিত’ বোধ করছেন। ওই সময়গুলোতে নিজেকে বুঝতেন না বলেও জানান তিনি।
আলিজা শাহ জানান, তার আগের পোস্টগুলো ছিল মূলত তার মানসিক অবস্থার প্রতিফলন, যেখানে তিনি নিজের কঠিন সময়গুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতেন। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন, সেই সময়গুলো ছিল আবেগপ্রবণতা এবং অস্থিরতার প্রকাশ।
‘তখন আমি নিজেকে চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো ছিল আমার ভেতরের কষ্টের প্রকাশ,’- বলেছেন তিনি।