ঝালকাঠি প্রতিনিধি
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ মানববন্ধনটি শহরের সাধনার মোড় থেকে শুরু করে পূর্বচাঁদকাঠি চৌমাথা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা এ মানববন্ধনে জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এতে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এসিসস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামানসহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সকালবেলা/এমএইচ