রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ১০ জুলাইযোদ্ধা ঢাকা
মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার
(১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে আহতদের
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
আহতরা হলেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি। তবে তাদের
কারো অবস্থা গুরুতর নয়।
আহত আতিকুল গাজী সংবাদমাধ্যমকে জানান, তার বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে
যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। এলোপাতাড়ি লাঠির আঘাতে আহত হন তারা।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন