আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মাজহারুল ইসলামকে নিয়ে দলটির উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্টেশন রোড বিএনপি কার্যালয়ে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থী দীর্ঘদিন মাঠের রাজনীতিতে অনুপস্থিত ছিলেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোনো কার্যকর সম্পৃক্ততা নেই। অতীতে তাঁর ভূমিকা দলীয় আদর্শ ও আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করা হয়।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, জনপ্রিয় ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি দুর্বল হবে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নেতারা কিশোরগঞ্জ-১ আসনে তৃণমূলের মতামত, জনসমর্থন ও বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যোগ্য প্রার্থী মনোনয়নের আহ্বান জানান। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাসুদ হিলালী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল), জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক জজ রেজাউল করীম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন