নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের এই দাবির মুখে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সোয়া ৪টা), দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অর্থ উপদেষ্টা তার দপ্তর থেকে বের হতে পারছেন না।
আন্দোলনকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সবার জন্য বৈষম্যহীনভাবে ২০ শতাংশ ভাতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়ায় তারা আজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন—‘এক দফা এক দাবি, ২০ শতাংশ ভাতা দিবি’, ‘বৈষম্য মানি না, মানব না’।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আন্দোলনকারীরা উপদেষ্টার দপ্তরের প্রধান ফটক ও করিডোরে অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন