রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল খোদ রাজধানীর বাড্ডা এলাকায়।
এদিকে, ভূমিকম্পের আতঙ্কে ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) গণমাধ্যমকে জানান, কম্পন অনুভব করার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকার করতে করতে হলের ভবন থেকে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে একজন শিক্ষার্থী জ্ঞান হারান। তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।
এছাড়া হলের বর্ধিত ভবনে নামার সময় একজন পা মচকে আহত হন। অন্যদিকে, হল সংসদের সাহিত্য সম্পাদক সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে আঘাত পান; জানা গেছে তার পায়ে আগে থেকেই সমস্যা ছিল। আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন