বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।
এতে শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা এবং ন্যূনতম পাসের হার অর্জন করা আবশ্যক বলে জানানো হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ (দশ) বছর চাকরি পুর্তিতে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন। সিনিয়র শিক্ষকের বেতন গ্রেড হবে ৯ (২২০০০-৫৩০৬০)।
তবে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হলেও তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না।
নীতিমালার বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য অবশ্যকীয় শর্তাবলীতে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট-'গ' মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাসের হার অর্জন করতে হবে।
শর্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা হবে নিম্নরূপ:
| শিক্ষাপ্রতিষ্ঠান স্তর | শহর এলাকায় (ন্যূনতম) | মফস্বল এলাকায় (ন্যূনতম) |
| নিম্ন মাধ্যমিক | ১২০ জন | ৯০ জন |
| মাধ্যমিক বিদ্যালয় | ২০০ জন | ১৫০ জন |
| উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | ২৫০ জন | ১৯০ জন |
একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন