ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউডের। পুরো সিরিজেই তাকে মাঠে পাওয়া যাবে না এমন গুঞ্জন অস্ট্রেলিয়ার গণমাধ্যমে ছড়ালেও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, সিরিজের কোনো এক পর্যায়ে তাকে দেখা যাবে। তবে পরের টেস্টে থাকছেন না হ্যাজেলউড।
হ্যাজেলউড না থাকলেও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে অধিনায়ক প্যাট কামিন্সের। চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকা এই পেসার পার্থে খেলেননি। হ্যাজেলউডও শেফিল্ড শিল্ডের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।
কোচ ম্যাকডোনাল্ড বলেন, "আমার মনে হয় না গোটা সিরিজের জন্য হ্যাজেলউড ছিটকে পড়েছে। তার পুনর্বাসনের প্রথম সপ্তাহ চলছে। আরও কিছুদিন গেলে আমরা আরও ভালোভাবে বোঝার অবস্থায় থাকব। তবে সিরিজের কোনো এক পর্যায়ে তাকে পাওয়া যাবে।"
জানা গেছে, কয়েক দিন ধরে ছোট রান আপে বোলিং করছেন কামিন্স। পার্থ টেস্টের চতুর্থ দিনে পুরো রান আপে বোলিং করার কথা ছিল তার। তবে টেস্ট দুই দিনেই শেষ হওয়ায় আগামীকাল পুরোদমে বোলিংয়ে ফিরবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া পডকাস্টে কামিন্স বলেছেন, পরের টেস্টে তার খেলার ‘হাফ-চান্স’ আছে।
হ্যাজেলউড ও কামিন্সের অভাবে মিচেল স্টার্ক পেস বোলিং ইউনিটের পুরো দায়িত্ব নিয়েছিলেন। প্রথম ইনিংসে সাত উইকেটসহ ম্যাচে মোট ১০ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ড চার উইকেট নেন, নতুন পেসার ব্রেন্ডন ডগেটও পাঁচ উইকেট শিকার করেন।
কোচ জানান, ব্রিজবেনে কামিন্স ফিরে আসলেও স্কট বোল্যান্ড একাদশে থাকবেন। ডগেট একাদশের বাইরে যেতে পারেন। যদি চার পেসার খেলানোর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ন্যাথান লায়ন বাইরে থাকতে পারেন। ব্রিসবেন টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন