আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের নিলাম শেষে শেষমেশ তারা দল পেয়েছেন।
প্রথমবারে ডাক না পাওয়ায় নিয়ম অনুযায়ী ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। কিন্তু তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বিসিবি আগের ক্যাটাগরিতেই (বি ক্যাটাগরি) তাদের নাম নেয়। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মাহমুদউল্লাহকে দলে নেওয়ার পর রংপুর রাইডার্স তাদের ফেসবুক পোস্টে লিখেছে, "মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!" এদিকে, নিলামের প্রথম ডাকে দল না পাওয়ায় মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেন, “আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।”
দেশীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ, তাকে ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা ক্রিকেটার লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন