স্টাফ রিপোর্টার, সাভার: পশু খাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতির মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, পশু খাদ্যের দাম ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর মনিটরিং প্রয়োজন। বুধবার দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে ডিম ও মাংসের দামও নিয়ন্ত্রণ করা যাবে না। এতে খামারিরাও ন্যায্য মূল্য পাবেন না। কিছু মনিটরিং হলেও সেখানে ব্যত্যয় রয়েছে, তাই আরও কঠোর নজরদারি প্রয়োজন। তিনি আরও বলেন, এখানে বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি ছোট পর্যায়ের খামারিও আছে। বিষয়টি কিছুটা অনিয়ন্ত্রিত। আমরা নীতিনির্ধারণ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।
পশুখাদ্যের নিরাপত্তা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, পশুখাদ্য বা পোল্ট্রি ফিড—যাই বলা হোক, সেটি নিরাপদ হওয়া জরুরি। এজন্য আমরা মনিটরিং করছি, তারপরও ব্যত্যয় ঘটছে। তাই নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে করতে হবে। ইলিশ ইস্যুতে তিনি বলেন, আমাদের দেশের প্রেক্ষাপট, গবেষণা ও জেলেদের মতামতের ভিত্তিতে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়। ভারতের সঙ্গে সময়ের পার্থক্য সে কারণেই হয়ে থাকে। ভারত যদি ভুল করে, আমরা সেই ভুল করব না।
অনুষ্ঠানে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। দুই দিনব্যাপী এই কর্মশালায় ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও ৬১টি পোস্টার প্রদর্শন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য করুন