আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পাওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি-ধামকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
শনিবার (১৫ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক বার্তায় এই আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি এই আসনে 'শাপলা' প্রতীকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন নিয়েছেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেন, "গত দেড় বছরে বুঝলাম ক্ষমতার নোংরা রাজনীতি কাকে বলে। প্রতিদিন ভেবেছি মনে হয় ফিরে যাওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত রাজনীতি। সব ছেড়েছুড়ে আবার আমার বার্ষিক পরীক্ষার ছুটির দিনের গল্পের কাছে বসে থাকা উচিত।"
তিনি আরও লিখেন, "রাজনীতি বড় ক্লান্তিকর পেশা। অথচ রাজনীতি হওয়া উচিত ছিল সকলের অধিকার। এই যে গতকাল নমিনেশন নেওয়ার পর থেকে আজ পর্যন্ত যত হুমকি ধামকি আমাকে দেওয়া হলো, এগুলোই আমাকে ফিরতে দেয় না।"
সবশেষে, তিনি হুমকির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জানিয়ে প্রশ্ন ছুড়ে দেন, "আমার মতো কতজন কত স্বপ্ন বুকে নিয়ে দেশের জন্য লড়ছে। আমাদের কি হুমকি দিয়ে পিছিয়ে দেওয়া এতই সহজ??"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন