বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ নেই বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে প্রেস সচিব তার স্ট্যাটাসে লিখেন, "এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।"
শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দলের অনেক নেতাকর্মী মনে করছেন, মায়ের অসুস্থতার এই কঠিন সময়ে তারেক রহমানের পাশে থাকা প্রয়োজন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে চলছে। লন্ডন থেকে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও চলছে
এম.এম/সকালবেলা