ভারতীয় বোলারদের তুলোধুনো করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি (১০২) ও ঋতুরাজ গায়কোয়াড় (১০৫)।
রানের পাহাড় ডিঙাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে বিদায় নেন।
এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৭ রান। ২৩ রানে অপরাজিত আছেন ম্যাথু ব্রিটজেক। জয়ের জন্য ১২০ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৬২ রান। হাতে আছে ৭ উইকেট।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন