আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব এক প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি তার নির্বাচনী এলাকার একটি ধানক্ষেতে দাঁড়িয়ে 'রিভিউ' চেয়ে এই প্রতীকী প্রতিবাদ করেন।
বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের পর দেখা যায়, আলাল উদ্দিন আলাল দলীয় মনোনয়ন পাননি। এতে তার সমর্থকরা হতাশ হন। এর প্রতিবাদ জানাতেই তিনি এই ব্যতিক্রমী পন্থা বেছে নেন।
ক্রিকেট খেলার 'ডিসিশন রিভিউ সিস্টেম' (ডিআরএস)-এর মতো করে তিনি ধানক্ষেতের মধ্যে দাঁড়িয়ে 'রিভিউ' চাওয়ার ভঙ্গি করেন। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে তিনি দলের হাইকমান্ডের কাছে তার মনোনয়নের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।
তার এই প্রতিবাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনায় আসে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন