বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, অভিযুক্ত ওই পুলিশ সার্জেন্টকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের এক অফিস আদেশে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রুহুল কবির রিজভী নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান। কর্মসূচি শেষে তিনি যখন গাড়িতে উঠছিলেন, ঠিক সেই মুহূর্তে দায়িত্বরত সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন।
এই ঘটনার একটি ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জারি করা এক আদেশে বলা হয়, "প্রশাসনিক কারণে" সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে বর্তমান কর্মস্থল (মিরপুর ট্রাফিক জোন) থেকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন