জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের অভিযানে শিকার করে খাঁচাবন্দি রাখা শতাধিক শালিক পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা দক্ষিণ গুথুমা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা খাঁচাবন্দি এই পাখিগুলো উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি বাঁশের ঝুড়িটি ফেলে দ্রুত সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়। কাছে এসে দেখা যায়, ঝুড়িটির ভেতরে শতাধিক শালিক পাখি খাঁচাবন্দি অবস্থায় রয়েছে।
বিজিবির টহলকারী সদস্যরা এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, তারা এক মুহূর্ত দেরি না করে দ্রুত খাঁচায় বন্দী শালিক পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেন।
গুথুমা গ্রামের বাসিন্দা নুর নবী গণমাধ্যমকে বলেন, বিজিবি সদস্যদের মানবিক সহানুভূতি এবং পেশাদারিত্বের কারণেই শতাধিক শালিক পাখি রক্ষা পেল। তিনি এই মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, "পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। সবাই সচেতন হলে শিকারীরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন