আগামী ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তবে এই দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের কেক কাটা বা আনুষ্ঠানিক আয়োজন না করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বার্তার মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা জানান।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, "২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিনে কেক কাটা বা কোনো অনুষ্ঠান করা যাবে না।"
উচ্ছ্বাস প্রকাশের পরিবর্তে জনকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "এ ধরনের আয়োজনের পরিবর্তে সেই অর্থ দুস্থ ও হতদরিদ্রদের মাঝে দান করার আহ্বান জানানো হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, দল চায় তাদের সকল ইউনিট ব্যক্তিগত উদযাপনের বদলে জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজে মনোযোগ দিক।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনটিকে আড়ম্বরপূর্ণ না করে মানবিক কার্যক্রমের মাধ্যমে পালন করার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন