নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পদত্যাগকারী উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
প্রেস ব্রিফিং: সূত্র জানায়, দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।
নেপথ্যের কারণ ও প্রেক্ষাপট: সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে এই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের বিষয়টি উঠে আসে। সরকারের উচ্চপর্যায় এবং উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে একটি সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা উচিত হবে না—তারা নির্বাচনে অংশ নিন বা না নিন।
এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও কিছুটা সময় চেয়েছিলেন। মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছিলেন। তবে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও তাদের পদত্যাগের জন্য তাগাদা দেওয়া হয়। অবশেষে তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে তারা সরে দাঁড়ালেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন