দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে আয়ারল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। প্রথম ইনিংসের লিড মিলিয়ে সফরকারী আয়ারল্যান্ডকে তারা মোট ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে। তবে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আবারও আক্ষেপ নিয়ে ফিরলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে এই ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) তিনি আশা জাগিয়ে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন। এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হলো সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার।
ইনিংস ঘোষণার সময় শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি তার মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন