আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জসহ দেশের মোট ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে শনিবার রাতেও ১৫টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, সে কারণেই এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন