বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসার সুবিধার্থে এবং হাসপাতালে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ দেশনেত্রীকে একনজর দেখতে বা তার স্বাস্থ্যের খোঁজ নিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন। বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার কারণেই এই জনসমাগম বাড়ছে। কিন্তু এই ভিড়ের কারণে বেগম খালেদা জিয়াসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বিঘ্ন ঘটছে।
এই পরিস্থিতি বিবেচনায়, বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন