ইবনে জারির
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক তার বন্ধু জরেজুল ইসলাম এবং জরেজুলের প্রেমিকা শামীমা আক্তারের পাতা ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়েছিলেন। এর ভয়াবহ পরিণতিতে ঢাকায় তার মরদেহ ২৬টি খণ্ডে বিভক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ওই দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হত্যার দুই ধরনের কারণ:

শনিবার (১৫ নভেম্বর) সকালে র‌্যাব শামীমাকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে জানায়, প্রেমিকাকে ব্যবহার করে বন্ধু আশরাফুলকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করেছিল জরেজ। কিন্তু টাকা না নিয়ে কেন তাকে হত্যা করা হলো, সে বিষয়ে শামীমা স্পষ্ট তথ্য দিতে পারেননি।

অন্যদিকে, শুক্রবার রাতেই কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মো. শফিকুল ইসলাম জানান, এটি আসলে একটি "ত্রিভুজ প্রেমের কাহিনি"।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ গেটের কাছ থেকে একটি নীল ড্রামে আশরাফুলের খণ্ডবিখণ্ড (২৬ টুকরো) মরদেহ উদ্ধার করা হয়। আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

যেভাবে ঘটনাটি ঘটে:

ডিবির তদন্তে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী জরেজ মাস দেড়েক আগে দেশে ফেরেন। বিদেশে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার শামীমার সঙ্গে তার প্রেম হয়। জরেজ দেশে ফেরার পর তার স্ত্রী বিষয়টি জেনে ফেলেন। স্ত্রী তখন জরেজের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলের (নিহত) কাছে সাহায্য চান এবং শামীমাকে তাদের জীবন থেকে সরে যেতে বলার জন্য অনুরোধ করেন।

কিন্তু আশরাফুল শামীমাকে ফোন দেওয়ার পর, একপর্যায়ে তাদের মধ্যেই নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারা নিয়মিত কথা বলতেন ও ভিডিও চ্যাটিং করতেন।

একপর্যায়ে আশরাফুল ও শামীমা পরিকল্পনা করেন যে, তারা জরেজুলকে জাপানে পাঠিয়ে দেবেন, যার জন্য উভয়ে সাত লাখ করে ১৪ লাখ টাকা খরচ করবেন। এই প্রক্রিয়ার জন্য শামীমা দুই বন্ধুকেই (জরেজুল ও আশরাফুল) ঢাকায় আসতে বলেন। বুধবার তারা সায়েদাবাদের একটি ভাড়া বাসায় ওঠেন।

ডিবিপ্রধান জানান, ওই বাসায় জরেজ ও শামীমা ঘুমের ওষুধ খাইয়ে আশরাফুলকে অচেতন করার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে আশরাফুল শামীমার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করলে জরেজ বাধা দেন এবং এ নিয়ে তর্কের জেরে বাসা থেকে বেরিয়ে যান। পরে আবার বাসায় ফিরলে শামীমা জানান আশরাফুল ঘুমিয়ে গেছেন।

কিন্তু আশরাফুল জেগে ওঠেন। এসময় আশরাফুল শামীমাকে 'বিকৃত যৌনাচারের' জন্য জোর করতে থাকলে, শামীমা প্রলোভন দেখিয়ে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলেন। এরপর তিনি চিৎকার দিলে লুকিয়ে থাকা জরেজ হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে আঘাত করেন। আশরাফুল চিৎকার করতে থাকলে শামীমা তার মুখে ওড়না গুঁজে ও স্কচটেপ পেঁচিয়ে দেন, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এরপর দুজন রাতভর মরদেহের সাথে ওই বাসায় থাকেন। বৃহস্পতিবার সকালে তারা ড্রাম কিনে এনে মরদেহটি ২৬ টুকরো করে। পরে চাল দিয়ে ঢেকে একটি সিএনজিতে করে হাইকোর্টের সামনে ড্রামটি ফেলে রেখে তারা পালিয়ে যান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

1

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

2

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

3

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

4

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

5

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

6

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

7

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

8

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

9

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

10

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

11

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

12

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

13

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

14

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

15

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

16

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

17

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

18

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

19

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

20
সর্বশেষ সব খবর