জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন চুনকাকুটি থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে, গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আবারও তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন