ইসমাঈল আযহার
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগে মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন সাধারণ জনতা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বাবাকে উদ্ধার করে থানায় নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে একদল মুসল্লি ওই বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা। এর আগে সকালে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, সকালে নিজ বাড়ির পাশে ওই যুবক পবিত্র কোরআন পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। রাত ১১টার দিকে ক্ষুব্ধ একদল সাধারণ জনতা যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। 
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবককে আটক করে। পাশাপাশি নিরাপত্তার জন্য যুবকের বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাদের থানায় নেওয়ার সময়ে অনেকে বাধা দেন এবং শাস্তির দাবি জানান।

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় আমি জনতা।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার পরিবার মুসলিম। মাদকাসক্ত হওয়ায় এমন কাজ করেছেন। তবে এত রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো ঠিক হয়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

1

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

2

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

3

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

4

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

5

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

6

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

7

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

8

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

9

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

10

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

11

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

12

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

13

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

14

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

15

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

16

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

17

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

18

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

19

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

20
সর্বশেষ সব খবর