শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন তারা।
এসময় টায়ারে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল সোয়া ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন। রাস্তায় ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন