ইবনে জারির
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আমীর খসরু

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এখন থেকে প্রচলিত রাজনীতির ধারা পরিবর্তন করে জনগণ ও ব্যবসায়ীদের কাছে সরাসরি ছুটে যাবে। তিনি বলেন, "রাজনীতিবিদেরা সাধারণত চান সবাই তাদের কাছে আসুক, কিন্তু বিএনপি এবার এই পদ্ধতির পরিবর্তন করছে। আমরা এবার যাদের সমস্যা, তাদের কাছেই ছুটে যাব।"

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, "প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি। আমরা তাদের কথা শুনেছি। রাজনীতি আর আগের মতো চলবে না। বিগত সরকারের পতনের পরে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি আমরা ধারণ করতে না পারি, তবে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই।"

তিনি জানান, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে 'গণতন্ত্রায়ণ' করা। তিনি বলেন, "অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতির সুফল যাবে সকলের কাছে; শুধু একটি গোষ্ঠীর কাছে নয়, ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক কিছু মানুষের কাছেও নয়।"

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা এখন চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরি কিন্তু আপনারাই দেবেন। চাকরির মালিক জনগণ। বিএনপির সৃষ্টি হয়েছে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য।"

দেশের ব্যবসার জটিলতা তুলে ধরে আমীর খসরু বলেন, "একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। এই ১৯টি পারমিশন পেতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর লেগে যায়। এরপর কেউ কি এদেশে এসে ব্যবসা করবে? প্রতিটি জায়গায় বাধা।"

তিনি আশ্বাস দেন, ব্যবসাবান্ধব দেশ গড়তে এবং বিদেশি বিনিয়োগ আনতে বিএনপি সরকারি নীতিমালায় বড় পরিবর্তন আনবে। তিনি বলেন, "তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশ আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবে, প্রথমে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে কিছুই হবে না।"

বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান এবং জিডিপির ৫ শতাংশ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুর হক, অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ফরিদপুর বণিক সমিতির নেতারা বক্তব্য রাখেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

1

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

2

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

3

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

4

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

5

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

6

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

7

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

8

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

9

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

10

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

11

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

12

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

13

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

14

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

15

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

16

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

17

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

18

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

19

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

20
সর্বশেষ সব খবর