কিশোরগঞ্জ সদর উপজেলার পাগলা মসজিদ প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাদ আসর কিশোরগঞ্জ পাগলা মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিলের আয়োজন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। আয়োজক পক্ষ জানায়, দেশনেত্রীর শারীরিক অবস্থা উন্নতির জন্য তারা সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। সঙ্গে সঙ্গে দেশবাসীর কাছে তারা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আযহার/সকালবেলা
মন্তব্য করুন