বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা মানিকগঞ্জের তিনটি নির্বাচনি আসন পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদের প্রতি নিরলসভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, মানিকগঞ্জ থেকে হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে এনে আবারও প্রমাণ করতে হবে এই এলাকাটি 'ধানের শীষের' ঘাঁটি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাবহুল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আফরোজা খানম রিতা উল্লেখ করেন, তারা টানা সতেরো বছর ধরে ধানের শীষের জন্য কাজ করে আসছেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীক যেন বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে, সেটাই দলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, শুধু বিজয়ী হওয়াই নয়, বিপুল ভোটের ব্যবধান নিশ্চিত করে জনগণের আস্থা প্রমাণ করতে হবে। এই আসনগুলো থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই বিজয় উপহার দিতে চান তারা।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিতা বলেন, আসন্ন নির্বাচনে নতুন ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। নিজেদের মধ্যে থাকা সব ধরনের মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে। অভিমান করে বসে থাকার সুযোগ এখন নেই।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিএনপির একটি বিশাল শোভাযাত্রা শুরু হয় এবং সেটি বাসস্ট্যান্ড এলাকায় এসে জনসমাবেশে মিলিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ নেতা বক্তব্য দেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন