নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তবে ৮ বা ১০ ফেব্রুয়ারিও বিবেচনায় রাখা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে, তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।
ইসি সচিব জানান, ‘‘সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর রেকর্ডিংয়ের জন্য ডাকা হয়েছে। রেকর্ডিংয়ের চূড়ান্ত সময় কমিশন পরে জানিয়ে দেবে।’’
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন তাদের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করে। সরকারপ্রধান ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন