বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজির জানাযা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী, চরমোনাই মাদ্রাসার শিক্ষক-ছাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও দলের সদস্যবৃন্দসহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা এবং সর্বসাধারণ জনগণ।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আল্লামা নুরুল হুদা ফয়েজী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন।
আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রসিদ্ধ।
মন্তব্য করুন