জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দান করেন।" শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এই আবেগঘন মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, "আল্লাহ যেন ওই জিনিসটা (শেখ হাসিনার ফাঁসি) বেগম খালেদা জিয়াকে দেখান, যার কারণে আজ তার এই করুণ পরিণতি। জেলে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এমনকি কোনো ডাক্তার চিকিৎসা করতে এলেও তাকে হয়রানি করা হতো। এভাবেই ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে।"
এনসিপি নেতা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দল-মত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং 'ফ্যাসিস্ট খুনি' হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।"
খালেদা জিয়ার শারীরিক অবস্থা: রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’। ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার পাশাপাশি তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যাগুলো চিকিৎসাকে আরও জটিল করে তুলেছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দোয়া: খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। শনিবার রাষ্ট্রপতির সহকারী সচিবের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, "গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন