জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানককারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি বলেন, “শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
“শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।”
এর আগে, নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের নতুন নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে।
তখন এনসিপির অনেক নেতাকর্মী এই প্রতীক নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
মন্তব্য করুন