আজ ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তিনি ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ বিএনপি কোনো অনুষ্ঠান পালন করবে না। বিএনপির পক্ষ থেকে এ উপলক্ষে অনুষ্ঠান পালন না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ওয়ান-ইলেভেনের সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তিনি। ডা. জুবাইদা রহমান তার স্ত্রী।
তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের ডাক নাম পিনো। পিতা জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন।
২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান। এক পর্যায়ে তাকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে তার নেতৃত্বেই দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগেই সুবিধাজনক সময়ে তিনি দেশে ফিরে আসবেন।
এদিকে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী দলের সকল ইউনিটের নেতা-কর্মীদের দলীয় এই নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের মধ্যে তারেক জ্যেষ্ঠ সন্তান।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। এভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
মন্তব্য করুন