বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পূর্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করার ইতিহাস নিয়ে প্রশ্ন তুলে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, "ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মতো, কিন্তু তিনি আমার চেয়ে ১০ বছরের ছোট। আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। আর এখন হয়েছেন একদম আমিরে জামায়াত। ধর্মের খাদেমদার হয়েছেন।"
তিনি আরও বলেন, "আমি সুফিবাদী বিশ্বাসী, যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীকে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী।"
ফজলুর রহমান জামায়াত আমিরের ধর্মীয় ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে বলেন, "আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিয়েছেন। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পেয়েছি।"
বিএনপির এই নেতা বলেন, "মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে? আপনি তো মারফাত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না।" তিনি শরীয়তের পাশাপাশি আধ্যাত্মিক বিশ্বাস, নবীর প্রতি সম্মান এবং তার নূরের নবী হওয়ার বিশ্বাসকেও ইসলামের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "জামায়াতের ইসলাম হলো সূরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হলো হযরত মুহাম্মদ (সা.)।"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন