মাহমুদ বিন মারুফ
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান, যাকে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন ও ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা এবং পিটিশন দায়েরকারী আইনজীবীর পরিচয় নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম 'দ্য ডিসেন্ট'-এর অনুসন্ধানে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।

আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে 'দ্য ডিসেন্ট' বিষয়টি নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) 'দ্য ডিসেন্ট' মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী তিনি কি না। উত্তরে তিনি তা অস্বীকার করেছিলেন। এছাড়া জামিন আদেশের কপিতে 'Kaisar Kamal, Advocate' হিসেবে যার নাম রয়েছে, তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না—এই প্রশ্নের জবাবে মাহফুজার রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, "স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।" 

তবে আজ রোববার (১৪ ডিসেম্বর) আদালত থেকে উল্লিখিত নথি দুটি সংগ্রহ করে দেখা যায়, মো. মাহফুজার রহমান গতকাল 'দ্য ডিসেন্ট'কে অসত্য তথ্য দিয়েছেন। কারণ, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে 'মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)'-এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে, তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা 'মো. মাহফুজার রহমান'-এর তথ্য হুবহু মিলে যায়।

এছাড়া, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে 'মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)' নাম ও ছবি যুক্ত রয়েছে। এফিডেভিটে যুক্ত ছবিটি 'Md Mahfujar Rahman (Eliyash)' নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে মিলে গেছে। ওই ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজার বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে 'স্যার' ও 'প্রিয় অভিভাবক' বলে সম্বোধন করেছেন।

আজ সকালে এ বিষয়ে মাহফুজার রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কল করার কথা বললেও তার নম্বরটি একাধিকবার চেষ্টার পরও বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, গতকাল শনিবার 'দ্য ডিসেন্ট' একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায়, অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান নামক দুইজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদের ৬ মাসের জামিনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট কায়সার কামালের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেয়।  

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

1

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

2

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

3

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

4

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

5

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

6

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

7

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

8

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

9

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

10

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

11

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

12

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

13

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

14

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

15

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

16

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

17

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

18

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

19

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

20
সর্বশেষ সব খবর