মাহমুদ বিন মারুফ
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’

বিজয়ের মাস ডিসেম্বরে দর্শকদের জন্য আবারও বড় পর্দায় আসছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।

মাটির মানুষ এবং ভেতরের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ পাওয়া যাবে এই চলচ্চিত্রে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দুই বোনের জীবনে যে করুণ পরিণতি নিয়ে আসে, তারই মর্মস্পর্শী আখ্যান তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। গেল অক্টোবর মাস থেকে সিনেমাটি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে। তবে বিজয়ের তাৎপর্যপূর্ণ মাসে সিনেমাটি আবারও বড়পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। অভিনেত্রী জয়া আহসানও তার সামাজিক মাধ্যমে ‘নকশী কাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনীর একটি ইভেন্ট শেয়ার করেছেন।

জানা যায়, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটি প্রদর্শিত হবে।

বিশেষ এই প্রদর্শনী দেখার আহ্বান জানিয়ে বলা হয়, “লাখো বাঙালির জীবন দিয়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে হাসান আজিজুল হক রচিত বিধবাদের কথা অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আকরাম খান নির্মিত ‘নকশী কাঁথার জমিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।” দর্শনীর বিনিময়ে প্রদর্শনীর আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতেও অনুরোধ জানানো হয়েছে।

প্রদর্শনীটি প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেন, “প্রেক্ষাগৃহের পর ওটিটিতে এসেছে ‘নকশী কাঁথার জমিন’। আবার এটি বড় পর্দায় দেখা যাবে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে সিনেমাটি।” 

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের জীবনের আখ্যান নকশী কাঁথার জমিনে ফুটিয়ে তোলে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

1

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

2

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

3

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

4

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

5

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

6

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

7

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

8

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

9

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

10

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

11

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

12

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

13

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

14

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

15

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

16

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

17

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

18

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

19

‘গণভোটের চার প্রশ্নের একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ

20
সর্বশেষ সব খবর