নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে একাট্টা হয়েছেন দলের মনোনয়নবঞ্চিত ৫ শীর্ষ নেতা। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এক মঞ্চে এসে এই দাবি জানান। একইসঙ্গে দাবি না মানলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, "তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"
নেতারা দলের হাইকমান্ডকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "অবিলম্বে এই বিতর্কিত মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় আমরা ৫ জন মিলে নিজেদের মধ্য থেকে একজনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচনে দাঁড় করাব এবং তাকে বিজয়ী করে সংসদে পাঠাব।"
এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন