রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ‘অপারেশন বনলতা’ নামে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রেনটির বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— শহীদুল্লাহ কায়সার (৩২), মো. আবু হানিফ পলাশ (২২), নাজমুল হক (৫১), ইয়াজ উদ্দিন আহমেদ (৩৫) এবং মোহাম্মদ আব্দুল্লাহ (৫৭)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি সাতটি এবং ইতালির তৈরি একটি বিদেশি পিস্তল। এছাড়া ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং প্রায় ৫ কেজি গানপাউডার জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সেনাবাহিনীর একটি টিম 'অপারেশন বনলতা' নামে এই অভিযানটি পরিচালনা করেছে।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি অত্যাধুনিক ট্রেন যা শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচল করে।
মন্তব্য করুন