বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় কারণ তারা মনে করে ভোট অনুষ্ঠিত হলে তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব আর থাকবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ নয় মাস ধরে সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চললেও যদি অমীমাংসিত বিষয়গুলো জোর করে চাপিয়ে দেওয়া হয়, তবে তার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারকেই বহন করতে হবে।
এছাড়াও, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নেই। সে কারণেই তারা জামায়াতের সঙ্গে একই সুরে কথা বলছে। তিনি বলেন, তারা পিআর (পপুলার রিপ্রেজেন্টেশন) চায়, কিন্তু সাধারণ জনগণ এসব বোঝে না। তাদের এই সমস্ত দাবির মূল কারণ হলো নির্বাচন পেছানোর চেষ্টা করা।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন