তারেক হায়দার, কক্সবাজার: সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে আটক করে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
আরাকান আর্মির হেফাজতে থাকা এসব জেলে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম।
তিনি জানান, জেলেদের মধ্যে ৬ জন সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকার ইলিয়াছের ট্রলারের এবং বাকি ৬ জন বাজার পাড়া এলাকার নুর আহমদের ট্রলারের সদস্য। ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকাকালীন আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা বোট ঘাটের দুটি ট্রলারসহ ১৬ জন রোহিঙ্গা জেলেকে বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারের সময় আটক করেছিল মায়ানমারের আরাকান আর্মি।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন