বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জমজমাট নিলাম। এই নিলামে মোট ৪১৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় রয়েছেন ১৫৮ জন এবং বিদেশি ক্রিকেটার ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন বলে আশা করা হচ্ছে।
নিলামের প্রথম ধাপ ইতোমধ্যেই শেষ হয়েছে। এই ধাপে দেশি ক্রিকেটারদের 'ডি' ক্যাটাগরি ছাড়া অন্যান্য সব ক্যাটাগরির খেলোয়াড়দের নাম ডাকা হয়েছে। প্রথম পর্ব শেষে দলগুলোর কাছে অবশিষ্ট থাকা অর্থের তালিকা নিচে তুলে ধরা হলো:
| দল (ফ্র্যাঞ্চাইজি) | অবশিষ্ট অর্থ (টাকা) |
| চট্টগ্রাম রয়্যালস | ১ কোটি ৩৫ লাখ |
| ঢাকা ক্যাপিটালস | ১ কোটি ৬২ লাখ |
| নোয়াখালী এক্সপ্রেস | ২ কোটি ৪০ লাখ |
| রংপুর রাইডার্স | ১ কোটি ৮ লাখ |
| রাজশাহী ওয়ারিয়র্স | ১ কোটি ৬৩ লাখ |
| সিলেট টাইটান্স | ২ কোটি ৪০ লাখ |
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন