নূর আহাম্মদ পলাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে রুহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ভুয়া পরিচয় ও মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) তিনজন ভুক্তভোগী নারী এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকার গৃহবধূ জেসমিন আক্তার (৩৮) কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মোবাইল ফোনে পরিচয়ের পর অভিযুক্ত নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক ও কখনো সিআইডি সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান। পরে বিয়ের পর নগদ টাকা, স্বর্ণালংকার ও জমি বিক্রির অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যান।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তার কাছ থেকে প্রায় ৩৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও দুই নারী অভিযোগ করেন, চাকরি ও বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাদের কাছ থেকেও কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালে কিশোরগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।
আযহার/সকালবেলা
মন্তব্য করুন