হায়দার আলীর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ২৫ হাজার ডলারে তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস; ২৩ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাতাতে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বুধবার ১০ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি। তবে শর্ত অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেয়েছেন তারা।
এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম উইকেটরক্ষক ব্যাটার হায়দার আলী। গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত ২৫ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেওয়ায় স্বস্তি ফিরেছে তার ক্যারিয়ারে।
পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে ২৫ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
হায়দার আলী ছাড়াও বিপিএলে অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানউল্লাহর মতো ক্রিকেটাররা।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন