ইবনে জারির
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অতিরিক্ত জামিন, হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব

অতিরিক্ত জামিন, হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের তিন বিচারপতির নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এই তিন বিচারপতি হলেন- বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন। নোটিশে তাদের তিন দিনের মধ্যে স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
গত ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও ডেপুটেশনে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মোঃ মুয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিশ পাঠিয়ে বিচারকদের এ তথ্য জানান। এ ছাড়া ফোনের মাধ্যমে প্রধান বিচারপতির নির্দেশের বিষয়টি জানানো হয়। 
নোটিশে বলা হয়েছে, বিচারকরা জামিনের আদেশ দেওয়ার সময় দুই সদস্যের বেঞ্চের দায়িত্বে ছিলেন, বর্তমানে তারা একক সদস্যের বেঞ্চে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামিন আবেদনে অভিযুক্তদের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে।  
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, একজন বিচারকের জামিন মঞ্জুর করার ক্ষমতা আছে, তবে চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলার শুনানি সম্ভব কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 
হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মোঃ জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ৪ সেপ্টেম্বর দুপুর ২:০০ টা থেকে ৪:১৫ টার মধ্যে ৬১১টি জামিন আদেশ মঞ্জুর করেন।
ওই দিন বেঞ্চ ১,১০৪টি আবেদনের শুনানি করে এবং ৭৬৮টি মামলায় আদেশ দেয়।
২৪ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা অনুযায়ী, সকাল ১১:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত ১,১৪১ টি জামিন আদেশ মঞ্জুর করে।
বেঞ্চ ১,৬৫০টি আবেদনের শুনানি করেছে এবং ১,২২৮টি মামলায় রায় দিয়েছে। 
আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের মতে, এই গণ জামিনের আদেশ সুপ্রিম কোর্টের অভ্যন্তরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মামলাগুলোতে বেশিরভাগ জামিন দেওয়া হয়েছে। এ সময় গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত হন।  
২৪ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বলেন, ২০২৪ সালের জুলাইয়ের সাথে সম্পর্কিত অপরাধের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অজ্ঞাত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বেশিরভাগ জামিনের আদেশ দেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

1

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

2

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

3

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

4

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

5

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

6

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

7

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

8

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

9

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

10

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

11

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

12

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

13

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

14

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

15

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

16

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

17

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

18

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

19

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর