আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন বাবলু।
তিনি অভিযোগ করেন, মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন চালিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, মনোনীত প্রার্থী একটি বিতর্কিত শিল্প গোষ্ঠীর ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সুবাদে একটি সিন্ডিকেটের মাধ্যমে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।
অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন দাবি করেন, বিগত ১৭ বছরের দুঃসময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কানাডায় অধ্যাপনার চাকরি সহ খন্দকার পরিবারের প্রতিটা সদস্যই সর্বস্ব হারিয়েছে। তিনি জানান, তারা সর্বদাই দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ একজন ফ্যাসিস্টের দোসর অবৈধ টাকার বিনিময়ে মনোনয়ন পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপির নীতি নির্ধারকদের মনোনয়ন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আহ্বান জানান।
নবীন/সকালবেলা
মন্তব্য করুন